kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

গুইমারায় নতুন সেনা কমান্ডারের মতবিনিময়

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখাগড়াছড়ির ১৪ ফিল্ড আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন গুইমারায় নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন। জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিবের উদ্যোগে রবিবার জোন সদর মিলনায়তনে এ সভায় রিজিয়ন বিএম মেজর ফজলে রাব্বি, জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, ক্যাপ্টেন ফয়সাল, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন, পার্বত্য উন্নয়ন বোর্ডের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, থানার ওসি বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সিন্দুকছড়ি জোনের পক্ষে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মাঝে বই, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফজর আলীকে ঢেউটিন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আলমের পরিবারকে নগদ অর্থ দেন নতুন রিজিয়ন কমান্ডার।

মন্তব্যসাতদিনের সেরা