kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

কক্সবাজারে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার

‘অপরাধীদের রেহাই নেই’

চকরিয়া প্রতিনিধি, কক্সবাজার থেকে   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘অপরাধীদের রেহাই নেই’

কক্সবাজারে গতকাল কমিউনিটি পুলিশ কর্মকর্তাদের শপথ পাঠ করান পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। তিনি বলেন, ‘জেলা কমিটি ছাড়াও কক্সবাজারের ৮ উপজেলা এবং চার পৌরসভায় এমন ব্যক্তিদের নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন সমাজের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যক্তিরাই। অতএব এখন থেকে অপকর্ম করে কারো পার পাওয়ার সুযোগ নেই।’

পুলিশ সুপার গতকাল সোমবার দুপুরে কক্সবাজার পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশ আয়োজিত নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সঙ্গে পরিচয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

ইউএনডিপির কমিউনিটি রিকভারি অ্যান্ড রেজিলেন্স প্রজেক্টের সহযোগিতায় ‘কমিউনিটি পুলিশিং-এ অংশ নিন, অপরাধ দমনে সহায়তা করুন’ স্লোগানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা কমিটির উপদেষ্টা অধ্যাপক এথিন রাখাইন, নবগঠিত জেলা কমিটির সভাপতি ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা পূজা  পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, আবু তালেব, আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফের মুফতি মাওলানা কেফায়েত উল্লাহ শফিক ও নূর হোসেন, উখিয়ার নূরুল হুদা, সদরের মিজানুর রহমান, পেকুয়ার কামাল হোছাইন, চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু ও পৌরসভার সভাপতি এ কে এম শাহাবউদ্দিন, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। উপস্থিত ছিলেন চকরিয়া সার্কেলের এএসপি কাজী মো. মতিউল ইসলাম, ওসি মো. হাবিবুর রহমান, প্রভাষ চন্দ্র ধর, প্রদীপ দাশ, কামরুল আজম, আবুল মনসুর প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা