বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি
খাগড়াছড়ির গুইমারা বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালন করা হয়েছে। প্রবারণা পূর্ণিমা পালনের পর থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু হয়। আশ্বিনী পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কোনো না কোনো বৌদ্ধ বিহারে পালন করা হবে এ দানোৎসব। এই কঠিন চীবর দান ভগবান গৌতম বুদ্ধের সময় বিশাখা প্রবর্তন করেন। গতকাল শুক্রবার সকালে প্রধান ধর্মদেশক ভদন্ত সুরিয়া মহাথেরো, বিহার অধ্যক্ষ চাইন্দা সুরিয়া, নন্দপাল মহাথেরোসহ বিভিন্ন বিহার থেকে আগত ভান্তেদের উপস্থিতিতে কঠিন চীবর দানোৎসবে ওসি বিদ্যুৎ বড়ুয়া, পার্বত্য উন্নয়ন বোর্ডের উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমাসহ দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
মন্তব্য