kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

সেমিনারে বক্তারা

কাউন্সেলিংয়ে আত্মহত্যা প্রতিরোধ করা যায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন, কাউন্সেলিংয়ের মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধ করা যায়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘সব ক্ষত দৃশ্যমান নয়’ শীর্ষক ওই  সেমিনারের আয়োজন করে ইডিইউ সোশ্যাল সার্ভিস ক্লাব। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্লিনিকাল সাইকোলজিস্ট মাহজারিন গাফফার।

প্রধান অতিথি ইডিইউ উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, ‘সাধারণত অন্যান্য অসুস্থতা সকলেই অনুভব করতে বা দেখতে পারে। কিন্তু মানসিক সমস্যার ক্ষেত্রে কেবলমাত্র একজন বিশেষজ্ঞই পারে চিহ্নিত করে তা নিরাময়ের ব্যবস্থা করতে। এই সেমিনার শিক্ষার্থীদের মধ্যে নিজের ও আশপাশের মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে।’

সেমিনারে আরো বক্তব্য দেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, মহাপরিচালক সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা