kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

চালকের কারাদণ্ড সাত মালিককে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই বছর আগে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাস চালানোর দায়ে মো. আবদুল জব্বার (৪০) নামে এক চালককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার নগরের অক্সিজেন মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।

দণ্ডপ্রাপ্ত মো. আবদুল জব্বার ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মো. ইউনুস খানের ছেলে। তিনি মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে নগরের ৩ নম্বর রুটের চট্টমেট্রো-ছ-১১-১৪৩৭ নম্বরের একটি বাস চালাচ্ছিলেন।

এ ছাড়া নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, রুট পারমিট এবং ফিটনেসবিহীন যানবাহন চালানোর দায়ে ৭ বাস মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য