kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

রাউজানে আহলে সুন্নাতের দ্বি-বার্ষিক কাউন্সিল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ, রাউজান উপজেলা (উত্তর)’র দ্বি-বার্ষিক কাউন্সিল সুলতানপুর দায়ারঘাটাস্থ আল আমিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হাফেজ রুহুল আমিন।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা স উ ম আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ খোরশিদ আলম, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ আলামা মুফতি জসিম উদ্দিন আল কাদেরী।

কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা সামশুল আলম হেলালীর সভাপতিত্ব ও সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলাম রেজভীর সঞ্চালনা করেন।

মন্তব্যসাতদিনের সেরা