kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

ফেনীতে বিজিবির অভিযান

৬৩ লাখ টাকার টার্গেট ও সেনেগ্রা ট্যাবলেট জব্দ

ফেনী প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেনীর ছাগলনাইয়া থেকে ৬৩ লাখ টাকা মূল্যের ভারতীয় টার্গেট ও সেনেগ্রা ট্যাবলেট আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ যশপুর এলাকায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো আটক করা হয়।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্ত পিলার ২১৮৯/২-এস হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৯ হাজার ৯শ ২৪ পিস ভারতীয় টার্গেট ট্যাবলেট ও ২৪ হাজার পিস সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটককৃত ট্যাবলেটের বাজার মূল্য ৬৩ লাখ ৯২ হাজার ৪শ টাকা। জব্দকৃত ট্যাবলেট ফেনী কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা