kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

পটিয়ার জিরিতে আগুনে সাত বসতঘর পুড়ে ছাই

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপটিয়ার জিরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজি শামসুল আলম সওদাগরের বাড়িতে সংঘটিত অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে গেছে। গতকাল রবিবার ভোর ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।

জানা যায়, উপজেলার জিরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত কবীর আহমদ সুবেদার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বদিউল আলম, মো. রফিক, মো. শাহ আলম, আবদুল আলীম, মো. বাবুল, মো. হাবিবের বসতঘর পুড়ে যায়। আগুনে মূল্যবান সব জিনিসপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পর পরিবারগুলো এক প্রকার নিঃস্ব হয়ে গেছে।

খবর পেয়ে জিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ভোলা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপু, মেম্বার মো. হাসান, মাহবুবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আল মামুন চৌধুরী দুর্গত মানুষের পাশে ছুটে যান। এ সময় তাত্ক্ষণিকভাবে জিরি ইউপি চেয়ারম্যান দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ ও কাপড়সহ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন বড়ুয়া বলেন, ‘সকাল ৬টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’

মন্তব্যসাতদিনের সেরা