kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

‘দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ধর্মীয় শিক্ষার  বিকল্প নেই’

বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি : কালের কণ্ঠ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দুর্নীতিমুক্ত ও আলোকিত সমাজ গড়তে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। মানুষের মধ্যে ধর্ম সম্পর্কে সঠিক ধারণা না থাকলে মানবিক গুণাবলী উধাও হয়ে যায়। সত্যিকারের ধার্মিক মানুষ কখনো অনৈতিক কাজ করতে পারে না। ধর্মীয় শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেয়। দেশব্যাপী গীতা শিক্ষার প্রচার ও প্রসারে বাগীশিক অনন্য ভূমিকা রাখছে।

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের বার্ষিক সাধারণ সভা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন অদুল-অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। অনুষষ্ঠানের শেষ পর্বে বাগীশিক দাতাসদস্য ও আজীবন সদস্যদের সম্মানা প্রদান করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা