kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ‘আশা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ গরিব শিক্ষার্থীদের এককালীন বৃত্তি দিচ্ছে। এর আওতায় এ বছর অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সারাদেশে ১৭৫৮ শিক্ষার্থীকে এককালীন ১০ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছে।

বুধবার চট্টগ্রাম বিভাগের ৩৮ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

নগরের একটি হোটেলে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জি।

আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্টস) তৌফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দীন, নগর পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা, আশার অ্যাডভাইজার (অপারেশন) ফয়জার রহমান।

মন্তব্যসাতদিনের সেরা