kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

৯ম মৃত্যুবার্ষিকী পালন

কায়সারের অবদান স্মরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকায়সারের অবদান স্মরণ

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে মরহুমের চন্দনপুরাস্থ পারিবারিক কবরস্থানে নগর আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া-মুনাজাত করা হয়।

এতে অংশ নেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, শফর আলী, শেখ মাহমুদ ইসহাক, আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, তথ্য চন্দন ধর, মশিউর রহমান প্রমুখ।

এছাড়া মরহুমের কবরস্থানে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দেওয়া হয়। আরও বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ কবরে ফুল দেওয়ার পাশাপাশি কর্মসূচি পালন করেন।

এদিকে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে সকালে নগর মহিলা আওয়ামী লীগের আলোচনাসভা হয়েছে। সংগঠনের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মমতাজ খান, বিলকিস কলিমুল্লাহ, মালেকা চৌধুরী, হোসনে আরা বেগম প্রমুখ।

সভায় দেশ, জাতি ও দলের জন্য মরহুমের অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা