kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

প্রবারণা পূর্ণিমায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা, উপজেলায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

বুধবার নগরের খুলশী এলাকায় ডিআইজি কার্যালয়ে আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, ‘কোনো ঘটনায় আতঙ্কিত না হয়ে নিজেদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ নিরাপত্তার মাঝেও সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রতিটি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, পরিচালনা কমিটি এবং প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের পরস্পরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।’

সভায় আরে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ সুপার নূরেআলম মিনা ও মোহাম্মদ হাসান বারী নুর, ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতারা।

মন্তব্যসাতদিনের সেরা