kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

সেবাঘরের বর্ষপূর্তি

সুশীল সমাজ গড়ার তাগিদ

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম নগরের সাংস্কৃতিক সংগঠন সেবাঘর সংঘের পঞ্চম বর্ষপূর্তি উৎসব সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার-ঔপন্যাসিক ফণীভূষণ দাশ। বক্তব্য দেন দ্য চিটাগং ট্রাস্ট সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, কবি বাদল সৈয়দ ও চমেক হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা। বক্তারা চরিত্রগঠন, সততা ও সুন্দর জীবনযাপনের মাধ্যমে সুশীল সমাজ গঠনের আহ্বান জানান। অনুষ্ঠানে ফণী ভূষণ দাশকে ‘সেবাঘর শান্তি সম্মাননা স্মারক ২০১৯’, সেবাঘর কর্মীদের ‘বার্ড অব পিচ’ ও পরিচালকদের হাতে ‘শান্তি দূত’ সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের মহাপরিচালক আনন্দ প্রকৃতি। এতে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন ঐশি বড়ূয়া, সোনিয়া নাথ, তুষিতা দেবী, প্রণমী চৌধুরী, হৃদান চৌধুরী, বোপিয়া দাশ, স্বপন দাশ, ঐশি দাশ মম। শান্তি ও স্বাগত বক্তব্য দেন পিপলু বড়ূয়া ও সৈকত প্রকৃতি। বিজ্ঞপ্তি

 

মন্তব্যসাতদিনের সেরা