kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

চরলক্ষ্যা খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় চরলক্ষ্যা খালে অবৈধভবে স্থাপনা গড়ে তোলে জেপি সুইটার লিমিটেড নামে একটি শিল্পপ্রতিষ্ঠান। শনিবার দুপুরে অভিযান চালিয়ে ওই স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফা বেগম নেলী।

তিনি জানান, দীর্ঘদিন ধরে খাল দখল করে স্থাপনা তৈরি করেছে ওই প্রতিষ্ঠান। এদেরকে দখলে রাখা খাল ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। খালের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানিদেরও মৌখিকভাবে খাল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই খালে যতদিন অবৈধ স্থাপনা থাকবে, ততদিন উচ্ছেদ অভিযান চলবে।’

 

 

মন্তব্যসাতদিনের সেরা