রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
রাউজান পাঁচখাইন দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ বুধবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, কৃষি অফিসার বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইদ্রিছ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মুবিন, সাবেক প্রকৌশলী কামাল উদ্দিন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আরিফুল আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ওয়াশিংটন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক দিপস কুমার বড়ুয়া। বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি শাহেদ আলম টিপু, লোকমান হাকিম, আবদুল খালেক মেম্বার, জসিম উদ্দিন অভি, শিক্ষক কাজল শীল, কাজী নুশরাত জাহান, রোকসানা জান্নাত, শাহনাজ আকতার, কমল তালুকদার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধান অতিথি বলেন, ‘বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার জন্য যেসব সুযোগ-সুবিধা দিচ্ছে, তা অকল্পনীয়। অভিভাবকদের উচিত সরকারের সুবিধাগুলো গ্রহণ করে তাঁদের সন্তানদের সুশিক্ষা নেওয়ার ব্যবস্থা করা।’ এর আগে প্রধান অতিথি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থীদের খেলনা, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ডায়েরি তুলে দেন।
মন্তব্য