kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

এসডিজি-৬ বাস্তবায়ন

তিন উপজেলায় শুরু তিনটি পাইলট প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি-৬-এর আওতায় সবার জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেশের তিন উপজেলায় তিনটি পাইলট প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। ইউএনডিপি ও ইউনিসেফ এসব পাইলট প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে।

বান্দরবান সদর উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা এবং খুলনার দাকোপ উপজেলায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পাইলট প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এসডিজি-৬ কর্মসূচির উপদেষ্টা ও সাবেক সচিব এ এস এম মাহবুবুল আলম জানান, প্রচলিত টপ ডাউন ডিসিশন পদ্ধতির পরিবর্তে বটম আপ ডিসিশন প্রণয়ন পদ্ধতিতে পাইলট প্রকল্পগুলো পরিচালিত ও বাস্তবায়িত হবে। সে কারণে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির পাশাপ

াশি বিভিন্ন স্টেকহোল্ডার ও বিনিয়োগকারীর সমন্বয়ে প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য