kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

আলীকদম সদর ইউপি চেয়ারম্যানের শপথ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত নাসির উদ্দিন রবিবার বিকেলে শপথ গ্রহণ করেছেন। বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম তাঁকে শপথ বাক্য পাঠ করান।

চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সদ্য সমাপ্ত আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে আলীকদম সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন পদত্যাগ করায় পদটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত নাসির উদ্দিন বিজয়ী হন।

মন্তব্যসাতদিনের সেরা