kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

শিশুদের বইমুখী করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিশুদের বইমুখী করার তাগিদ

গীতিকার ফারুক হাসানের ‘অন্তুর ভূত দেখা’ গল্পগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালের কণ্ঠ

‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। এদেরকে বর্তমান আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে দূরে রাখতে চাইলে বইমুখী করতে হবে।’

শনিবার নগরের সুপ্রভাত স্টুডিও হলে কথন সম্পাদক গীতিকার ফারুক হাসানের গল্পগ্রন্থ ‘অন্তুর ভূত দেখা’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচক ড. আনোয়ারা আলম এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘ফারুক হাসানের মতো লেখকেরা শিশুমানস ধারণ করে ছোটদের উপযোগী গল্প উপহার দিয়ে আমাদের কোমলমতি শিশু কিশোরদের সৃজনশীলতাকে এগিয়ে নেওয়ার প্রয়াস সত্যিই প্রশংসনীয়।’

কথনের পৃষ্ঠপোষক আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ, শিশু সাহিত্যিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক কলামিস্ট এমরান চৌধুরী।

দিলরুবা খানমের উপস্থাপনায় অনুষ্ঠানে ছড়া কবিতা পাঠ ও কথামালায় অংশ নেন শিশুসাহিত্যিক রমজান আলী মামুন, দিদার আশরাফী, শিশুসাহিত্যিক দীপক বড়ুয়া, উৎপলকান্তি বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, আলী আসকর, ইফতেখার মারুফ, হৃদয় হাসান বাবু, মিলন বণিক প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা