kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

খালে বিষ দিয়ে মাছ মেরে বাজারে বিক্রি!

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউপজেলা সদরের উপর দিয়ে প্রবাহিত বেরুলিয়া খালে বিষ প্রয়োগ করে বাঁধ দিয়ে জাল বসিয়ে মাছ নিধন করা হচ্ছে।

রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি পাড়া, ছত্রপাড়া, বেরুলিয়া, সুলতানপুর ছিটিয়াপাড়া, দাশপাড়া এলাকায় বেরুলিয়া খালে কে বা কারা বৃহস্পতিবার দিবাগত রাতে বিষ প্রয়োগ করে। এতে মাছ মরে খালের পানিতে ভাসতে থাকে। পরে ভেসে উঠা মরা মাছ ধরে বাজারে বিক্রি করা হচ্ছে বলে এলাকার লোকজন জানান।

এদিকে, কয়েকদিন পূর্বে উপজেলা সদরের সাপলঙ্গা, ঢেউয়াপাড়া, জলিলনগর বাসস্টেশন, হাজীপাড়া লেলাঙ্গারা এলাকায় খাসখালী খালেও দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে। এতে খালের মাছ মরে ভেসে উঠে। এসব মাছও বাজারে বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে কথা বলতে রাউজান উপজেলা মৎস্য অফিসার আবদুল্লাহ আল মামুনকে শনিবার তাঁর দপ্তরে পাওয়া যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা