kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

বোয়ালখালী পৌরসভা নির্বাচন সামনে রেখে প্রার্থীর মতবিনিময়

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবোয়ালখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় পৌরসভার পূর্ব গোমদণ্ডী ১৩ নম্বর ব্রিজ এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে। সংগঠন সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম বাবুল। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের সহসভাপতি মো. নাছের আলী, মীর পাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াছ ডিলার, আওয়ামী লীগ নেতা ইউচুপ মাস্টার, মো. ইয়াকুব আলী প্রমুখ।

সভায় বক্তারা আগামী পৌরসভা নির্বাচনে রেজাউল করিম বাবুলের সমর্থনে সবাইকে কাজ করার জন্য আহ্বান জানান।

মন্তব্যসাতদিনের সেরা