kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

পটিয়ায় সড়কের পাশে যুবকের লাশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় কামরুল হাসান নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নোয়াখালী সদর উপজেলার মো. জহিরুল হকের ছেলে। তিনি কোলাগাঁওয়ের যমুনা ডায়িং ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামে সড়কের পাশ থেকে কামরুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, ‘কামরুলের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা তাঁকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছে।’

লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা