kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

নোয়াখালীতে শিশু এমরান হত্যা

ফেনী থেকে আরেক আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানি বাজারে শিশু এমরান হোসেন হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রনি বেগমগঞ্জের মানিক ড্রাইভারের ছেলে। সে পেশায় পিকআপ চালক।

প্রসঙ্গত, ছয়ানী ইউনিয়নের বেগমগঞ্জের ছয়ানী ইউপির শরীফপুর গ্রামের সামছুল হকের ছেলে এমরান গত ২২ আগস্ট দুপুুর থেকে নিখোঁজ ছিল। ২৩ আগস্ট তার বাবা বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালিয়ে গত ২৫ আগস্ট রাতে ছয়ানী বাজারের একটি পরিত্যক্ত একচালা টিনের দোকান ঘরের ভেতর থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় এমরানের লাশ উদ্ধার করে। পরে হত্যা মামলা দায়ের হলে চার আসামির মধ্যে প্রথমে ওয়াসিম আকরাম নামে একজনকে ও বৃহস্পতিবার রনিকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্যসাতদিনের সেরা