kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

ফেনীতে স্কুলছাত্র সজিব খুন

খুনিদের ফাঁসি দাবি

ফেনী প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেনীর শর্শদীতে ৯ম শ্রেণির মেধাবী ছাত্র মোশারফ হোসেন সজিব হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শর্শদী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট ঈদের দিন রাতে মোশারফ হোসেন সজিব নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনার ৭ দিন পর একই এলাকার মানিককে আটক করে।

পরে তাঁর দেওয়া তথ্যমতে তাঁর নিজস্ব মুরগির খামারের ময়লার ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সজিবের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ হোসেন সজিব শর্শদী গজারিয়া কান্দি মিয়াজী বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।

মন্তব্যসাতদিনের সেরা