kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

১৮ বছর পর কধুরখীল ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীর্ঘ ১৮ বছর পর কধুরখীল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, মঙ্গলবার কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন বিএনপি নেতা মো. ইদ্রিচ। পৌরসভা গঠন, সীমানা নির্ধারণে দীর্ঘসূত্রতাসহ নানা জটিলতায় এ ইউনিয়নে নির্বাচন থমকে যায়। অবশেষে সব জটিলতা কাটিয়ে ১৪ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হল।

 

মন্তব্যসাতদিনের সেরা