kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

চাটখিলে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

নোয়াখালী প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশাহ আলম (৫৮) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। বুধবার বেলা ২টার দিকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহ আলম ওই গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় একটি চায়ের দোকান করতেন।

নিহতের মেয়ে শারমিন আক্তার জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর বাবার মোবাইল ফোনে একাধিকবার কল আসে। এর কিছুক্ষণ পর তিনি ঘরের দরজা বাইর থেকে বন্ধ করে চলে যান। রাত থেকে সকাল পর্যন্ত তিনি আর ঘরে ফেরেননি। সকালে দোকান বন্ধ দেখতে পেয়ে সবাই খোঁজাখুঁজি করতে থাকে।

শারমিন বলেন, ‘স্থানীয় কয়েকজন আমার বাবাকে জিম্মাদার বানিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। গত কয়েকদিন বিষয়গুলো নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়েছে।’ ওরাও বাবাকে হত্যা করতে পারেন বলে তিনি মনে করেন।

স্থানীয়রা জানান, দুপুরে শাহ আলমের চা দোকান থেকে ১০০ গজ দূরের একটি দোকানের পিছনের পরিত্যক্ত জায়গায় তাঁর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে চাটখিল থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বুধবার বিকেলে জানান, নিহতের মুখসহ শরীরের কয়েকটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা