kalerkantho

সীতাকুণ্ডে পাহাড়ে যুবকের লাশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসীতাকুণ্ডে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড-অনন্তপুর পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম মো. শফিকুল ইসলাম (২৫)। তিনি অনন্তপুর গ্রামের মৃত নুরু বক্সের ছেলে। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. জুলফিকার হোসেন বলেন, ‘নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শফিকের সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে মতানৈক্য চলছিল। এরই মধ্যে স্ত্রী তাঁকে ছেড়ে বাপের বাড়িতে চলে গেছেন। বিষয়টি নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। হয়ত এই কারণে অবসাদগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।’

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর পর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্যসাতদিনের সেরা