kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

কর্ণফুলী বোর্ডবাজার সড়ক বেহাল

হুমায়ূন কবির সুমন, কর্ণফুলী (চট্টগ্রাম)   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকর্ণফুলী বোর্ডবাজার সড়ক বেহাল

চলাচল অযোগ্য হয়ে পড়েছে বোর্ডবাজার সড়ক। ছবি : কালের কণ্ঠ

কর্ণফুলী থানায় সেবা নিতে যাওয়া মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বোর্ডবাজার সড়ক। সৈন্যেরটেক হয়ে কয়েকটি ইউনিয়নের স্কুল-কলেজের শিক্ষার্থী এবং হাজার হাজার কর্মজীবী, সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করে ওই সড়কে। বর্তমানে প্রায় তিন কিলোমিটার সড়কটি খানাখন্দ ও গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।

জানা যায়, কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক হয়ে কর্ণফুলী থানা, বোর্ডবাজার, মইজ্জ্যারটেক, ব্রিজঘাট, খুইদ্দ্যারটেক, আলী হোসেন মার্কেট, জুলধা পাইপের গোড়া, গোয়ালাপাড়াসহ কয়েকটি ইউনিয়নের যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম এই সড়ক। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালামাল নিয়ে শত শত ট্রাক চলাচল ছাড়াও অনেক স্কুল-কলেজের শিক্ষার্থী ও হাজার হাজার মানুষ চট্টগ্রাম নগরে যেতে সড়কটি ব্যবহার করে। সড়কে কয়েক হাজার সিএনজিচালিত অটোরিকশাও চলাচল করে। বিগত কয়েক বছর ধরে খানাখন্দ সৃষ্টি হয়ে সড়কটির বেহাল অবস্থা হয়েছে। মাঝে মাঝে স্থানীয়রা সড়ক সংস্কার করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই! বৃষ্টিতে সড়ক কাদাপানিতে একাকার হয়ে যায়। লোকজনের দুর্ভোগ পৌঁছে চরমে।

কর্ণফুলী থানায় সেবা নিতে আসা মো. সেলিম উদ্দিন বলেন, ‘সামান্য বৃষ্টি হলে যানবাহন চলাচলে সমস্যায় পড়তে হয়। আবার শুষ্ক মৌসুমে ধুলাবালির জন্যও সড়কে হাঁটাও যায় না। চলাচল করা দুষ্কর। গাড়ি গর্তে আটকে দুর্ঘটনায় পড়ে।’

কর্ণফুলী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে কালের কণ্ঠকে বলেন, ‘সড়কটি সম্প্রতি পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বরাদ্দ এলে উন্নয়নকাজ শুরু করা হবে।’

মন্তব্যসাতদিনের সেরা