kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

ভোলায় মজু চৌধুরী ও ইলিশাঘাটকে নদী বন্দর ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ভোলা বরিশালসহ ১৭ জেলার যাত্রী সাধারণের যাতায়াতের নৌপথকে নিরাপদ ও সহজতর করতে মজু চৌধুরী ঘাট ও ইলিশাঘাটকে নদী বন্দর ঘোষণার দাবি জানিয়েছে চট্টগ্রামস্থ ভোলা সমিতি। শনিবার সকালে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জহুর আহমেদ সওদাগর। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. এম মনজুর মোর্শেদ মাহমুদ।

কিরণ শর্মা ও প্রকৌশলী মনোজ কুমার দের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক, প্রকৌশলী মোহাম্মদ নোমান, আবুল খায়ের, এ জেড এম ফারুক, জিল্লুর রহমান রায়হান, ফিরোজ চৌধুরী, ওমর ফারুক, তসলিম উদ্দিন, এ কে এম সাফিজল ইসলাম, হাফেজ মাওলা মোসলে উদ্দিন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা