kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

‘রাউজানে মাদকের কোনো স্থান নেই’

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে রাউজান সমাজকল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিনা মূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও মাদকবিরোধী সমাবেশ শুক্রবার কেয়কদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর জানে আলম জনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আনোয়ারুল মোস্তাফা ইমরানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা বদরুল কামাল হারু, উপজেলা যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী হাসান, এম এন আবছার, জিয়াউল হক রোকন, আবু ছালেক। বক্তব্য দেন উত্তম রায়, শিক্ষক অরুণ বিজয় দাশ, মো. আইয়ুব, হাফেজ মৌলানা মো. দানেশ  প্রমুখ।

অনুষ্ঠানে ৩০০ জনকে ফ্রি চিকিৎসা ও রাউজান ব্লাড ডোনার্সের সহযোগিতায় ২০০ জনের বিনা মূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

বক্তারা বলেন, ফজলে করিম চৌধুরী এমপি মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। রাউজানে মাদক বিক্রেতা-ক্রেতার কোনো স্থান নেই।

মন্তব্যসাতদিনের সেরা