kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

সন্দ্বীপের প্রেমিক যুগল অবশেষে বিয়ের পিঁড়িতে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিষপানে আত্মহত্যার চেষ্টাকারী সন্দ্বীপের সেই প্রেমিক যুগল বিয়ে করেছেন। দ্বীপের আমানউল্যা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত চৌধুরীর মধ্যস্থতায় শনিবার দুপুরে ইউপি কার্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিন লাখ টাকা কাবিনে এ বিয়ে সম্পন্ন হয়।

উল্লেখ্য, আমানউল্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রতিবেশী মিলাদ (২২) ও তামান্নার (১৮) মধ্যে দীর্ঘদিন ধরে মন দেওয়া নেওয়া চলছিল। গত কয়েকদিন ধরে তামান্না প্রেমিক মিলাদকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু মিলাদ তার পরিবারকে বিয়েতে রাজি করানো সম্ভব হচ্ছে না বলে জানায়। গত বৃহস্পতিবার বিকেলে তামান্না সরাসরি মিলাদের বাড়িতে এসে তাকে বিয়ের জন্য চাপ দেয়। মিলাদ অপারগতা প্রকাশ করলে এ নিয়ে তামান্নার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তামান্না তার সাথে থাকা বোতল থেকে কীটনাশক খেয়ে ফেলে। এ ঘটনা দেখে মিলাদও তামান্নার হাত থেকে বোতল কেড়ে নিয়ে কীটনাশক খায়। পরে দ্রুত তাদেরকে গাছুয়া হেল্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে দুজনই সুস্থ বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা