kalerkantho

খড়্গের কোপে যুবকের হাতের চার আঙুল বিচ্ছিন্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখড়্গের কোপে যুবকের হাতের চার আঙুল বিচ্ছিন্ন

যথাযথ ধর্মীয় মর্যাদায় গতকাল চট্টগ্রামেও হিন্দু সম্প্রদায়ের মনসা পূজা উদযাপিত হয়েছে। পাঁঠাটি কেনা হয় দুই লাখ ১০ হাজার টাকায়। আনন্দঘন পরিবেশে এটি বলি দেওয়া হয় দক্ষিণ রাউজানে। ছবি : জাহেদুল আলম

মনসা পূজা উপলক্ষে পাঁঠা বলি দেওয়ার সময় ধারালো খড়্গের (বিশেষ ধরনের ছুরি) কোপে যুবকের হাতের পাতাসহ চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া ও প্রতিবেশী মো. বাবুল জানান, কোয়েপাড়ার রমণী সেনের বাড়ির বদন দের পাঁঠা বলি দেওয়ার সময় পাঁঠাটি চেপে ধরেছিলেন তাঁরই ছেলে আদিনাথ দে (২৮)। ওই সময় উপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে খড়্গটি আদিনাথের বাম হাতে গিয়ে লাগে। এতে তাঁর বাম হাতের পাতাসহ চার আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু বুড়ো আঙুলটি রক্ষা পেয়েছে। দ্রুত তাঁকে নোয়াপাড়া পথেরহাটের বেসরকারি পাইওনিয়ার হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

আদিনাথ দের বড় ভাই বিশু দে জানান, চমেক হাসপাতালে আদিনাথের চিকিৎসা চলছে।

মন্তব্য