উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি এলাকায় আগুনে পাঁচ বসতঘর ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন ইউনুচ সওদাগর, মো. ইদ্রিস, আবু তাহের, আবদুল শুক্কুর ও নুর মোহাম্মদ। মঙ্গলবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুমন বড়ুয়া জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পাঁচ পরিবারের ৩৫ জন সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
মন্তব্য