kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

চুয়েট উপাচার্যের সঙ্গে জাপান দূতাবাস প্রতিনিধিদলের সাক্ষাৎ

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে জাপান দূতাবাসের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বুধবার উপাচার্যের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন জাপান দূতাবাসের মিনিস্টার মিস্টার তাকেশি ইতো ও দূতাবাসের জনসংযোগ বিভাগের প্রধান মিস মাই তোমোরি। এ সময় চুয়েটে কর্মরত জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, ড. সজল চন্দ্র বণিক, ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জাপান দূতাবাসের প্রতিনিধিরা চুয়েটের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় দ্বি-পাক্ষিক সহযোগিতা ও সম্পর্কোন্নয়নে কাজ করার আগ্রহ পোষণ করেন। বিজ্ঞপ্তি

মন্তব্যসাতদিনের সেরা