kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

উচ্চারকের ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউচ্চারকের ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে কথাসাহিত্যিক হরিশংকর জলদাস বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সঙ্গে অন্তর্লীন হয়ে আছেন। আমাদের আচারে, যাপিত জীবন ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ আষ্টেপৃষ্ঠে আছেন।’

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে উচ্চারক আবৃত্তি কুঞ্জের ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’ শীর্ষক রবীন্দ্র স্মরণানুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উচ্চারকের দলপ্রধান আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিকর্মী সজল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী ও সংগঠক অলোক বন্দ্যোপাধ্যায়, রত্না বন্দ্যোপাধ্যায় ও আগরতলার বাচিকশিল্পী স্মিতা ভট্টাচার্য। অতিথি কবি হিসেবে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ম্যাগনোলিয়ার খোঁজে’ এর মোড়ক উন্মোচন করেন পশ্চিমবঙ্গের কবি অনির্বাণ চৌধুরী।

মন্তব্যসাতদিনের সেরা