kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

বান্দরবান প্রেস ক্লাবের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি সোমবার দায়িত্বভার গ্রহণ করেছে। বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় সাবেক সভাপতি মো. বাদশা মিয়া মাস্টার, অধ্যাপক মো. ওসমান গণি, মিলন চক্রবর্তী, আলাউদ্দিন শাহরিয়ার, সাদত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। ৩১ জুলাই ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। এতে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনু-সভাপতি, নাছিরুল আলম সহসভাপতি, পূর্বকোণের মিনারুল হক সাধারণ সম্পাদক, পাহাড়বার্তা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী যুগ্ম সম্পাদক ও মুছা ফারুকী কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

মন্তব্য