kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

অনুপম সেন ৭৯ বছরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনুপম সেন ৭৯ বছরে

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন ৭৯ বছরে পা দিয়েছেন। এ উপলক্ষে গতকাল সোমবার নগরের প্রবর্তক মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক অমল ভূষণ নাগ, অধ্যাপক ড. মোহীত উল আলম, ড. তৌফিক সাঈদ, মঈনুল হক, সোহেল এম শাকুর, মোহাম্মদ ইফতেখার মনির প্রমুখ।

অধ্যাপক অনুপম সেন জন্মদিনের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘মৃত্যুর কারণে জীবনকে অর্থহীন মনে করার কোনো কারণ নেই। জীবনের গভীর অর্থ রয়েছে। মানবসেবায় নিজেকে নিযুক্ত করার মধ্য দিয়ে জীবনকে অর্থবহ করা যায়।’

মন্তব্য