kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

এজলাসে ভিডিও ধারণ করে বিপাকে বিশ্ববিদ্যালয় ছাত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহানগর হাকিম আদালতে ভিডিও ধারণ করে বিপাকে পড়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম (২১)। রবিবার দুপুরে মহানগর হাকিম খায়রুল আমীনের আদালতে এ ঘটনা ঘটে। সাইফুল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আদালত পুলিশ জানিয়েছে।

পতেঙ্গা থানার জিআরও প্রকাশ বড়ুয়া বলেন, ‘আদালত চলাকালীন সময়ে এজলাসে প্রবেশ করে ভিডিও ধারণ করেন সাইফুল ইসলাম। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ আদালতকে বিষয়টি অবহিত করে। পরে আদালতের নির্দেশে সাইফুল ইসলামের মোবাইল ফোন জব্দ করে তাকে আদালত হাজতে নেওয়া হয়। পরবর্তীতে মহানগর হাকিম খায়রুল আমীন ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেন।’

সাইফুল ম্যাজিস্ট্রেটের কাছে দাবি করেছেন, তিনি অতীতে কখনো আদালত অঙ্গনে আসেননি। আদালতের কার্যক্রম পরিদর্শন করতে তিনি শখের বসে এজলাসে যান এবং কৌতূহলবশত ভিডিও ধারণ করেন। ম্যাজিস্ট্রেট সাইফুলের বক্তব্যে সন্তুষ্ট হয়ে ছাত্রকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে পরবর্তী সময়ে ছাত্রকে কোর্ট হাজত থেকে মুক্ত করে দেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা