kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, আহত ১৫

যান চলাচল ব্যাহত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

৪ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেলার গুইমারার হাফছড়িতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চালক মহিউদ্দিনসহ গুরুতর তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে গুইমারার হাফছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার দে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিগন্ত কংকা নামক যাত্রীবাহী বাস হাফছড়ি এলাকায় পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার কারণে প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

মন্তব্যসাতদিনের সেরা