kalerkantho

বুধবার । ১৩ ফাল্গুন ১৪২৬ । ২৬ ফেব্রুয়ারি ২০২০। ১ রজব জমাদিউস সানি ১৪৪১

খিরাম ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখিরাম ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়েছে। বৃহসপতিবার খিরাম ইউনিয়নের জনসাধারণের ব্যানারে ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের শাস্তি দাবি করা হয়। এতে লিখিত বক্তব্যে চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, ‘খিরামে মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩০ জুলাই সন্ধ্যায় নির্বাচনে হেরে যাওয়া আমার প্রতিপক্ষ শহিদুল আলমের প্রত্যক্ষ মদদে আমার সমর্থক ও আমার ওপর হামলা হয়। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন খিরাম ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন, আবু তাহের, হাবিব উল্লাহ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা