kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

ছাত্রলীগের মশা নিধন কর্মসূচি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু প্রতিরোধে উপজেলা ছাত্রলীগের মশা নিধন কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনে চৌধুরী পিবলু। প্রথমদিন গহিরা এলাকার সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ডোবা, বসতঘরের আশপাশসহ বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফাত মামুন খান, গহিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রানা, ফয়েজুল ইসলাম ফজু, জিয়া উদ্দিন ফাহিম, এমদাদ, রমজান, মাহফুজ, সাহেদ, হাসান, মেহেরাজ, শাওন, তারেক, কায়সার, সাইফুল, রবিন প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু বলেন, ‘সারাদেশে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয়েছে, তা থেকে রাউজানবাসীকে সুরক্ষা ও ডেঙ্গুমুক্ত রাখতে সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী নির্দেশে এ কর্মসূচি নেওয়া হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা