kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

সেনবাগে বাস উল্টে আহত ৩৮

নোয়াখালী প্রতিনিধি   

২০ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশু ও নারীসহ অন্তত ৩৮ যাত্রী আহত হয়েছেন। এঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুর ১২টার দিকে সেবারহাট পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ফেনীর উদ্দেশ্যে চৌমুহনী থেকে সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। বাসটি সেবারহাট পশ্চিম বাজার এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা শিশু-নারীসহ অন্তত ৩৮ যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে বাসে আটকেপড়া আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

মন্তব্য