kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

আনোয়ারায় আগুনে ঘর ছাই

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি   

১২ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅগ্নিকাণ্ডে দুটি গবাদিপশুসহ একটি বসতঘর পুড়ে গেছে। সোমবার রাতে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দক্ষিণ সরেঙ্গা গ্রামের পশ্চিমপাড়া কালাচাঁন্দ মিয়ার বাড়ির আব্দুল গফুরের ঘরে সোমবার রাতে আগুন লাগে। এ সময় পরিবারের লোকজন ঘুমিয়েছিলেন। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণে রক্ষা পান। নিমিষেই আগুনে পুড়ে পুরো ঘর ছাই হয়ে যায়। ঘরের পাশের গোয়ালঘর পুড়ে দুটি গরু দগ্ধ হয়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত আব্দুল গফুর জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি গবাদিপশু ও বসতঘরের মালামাল পুড়ে তাঁর ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

 

মন্তব্য