kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

ঈদ বিনোদন

খোলা থাকবে সানমার থিমপার্ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৪ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঈদ উপলক্ষে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সীদের ঈদ বিনোদনের চট্টগ্রামের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন কেন্দ্র হাইড আউট থিমপার্ক খোলা থাকবে ঈদের পরদিন থেকে। সানমার ওশান সিটির পাঁচতলায় অবস্থিত নাইনডি মুভি থিয়েটারসহ শতাধিক ডিজিটাল গেমিং ইকুইপমেন্ট সমৃদ্ধ এই থিমপার্কটি ঈদের পরদিন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন গেম উপভোগ করতে পারবে। ঈদের পরদিন থেকে সানমার ওশান সিটি বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থাপনায় এখন সব বন্ধের দিনে হাইড আউট থিমপার্ক খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে থিমপার্ক কর্তৃপক্ষ। মূল শপিং মল বন্ধ থাকলেও মার্কেটের পার্কিং-এর পাশের প্রধান লিফট ব্যবহার করে ৫ম তলায় থিমপার্কে যেতে পারবেন দর্শকরা।

হাইড আউট থিমপার্কের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ জানান, চট্টগ্রাম মহানগরে সবচেয়ে বড় এবং আধুনিক ডিজিটাল বিনোদনকেন্দ্র হাইড আউট থিমপার্ক। এটি বর্তমানে চট্টগ্রামে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে বিনোদনের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ঈদ বিনোদনে হাইড আউট থিমপার্কে নাইনডি মুভি, ফাইভ ডি মুভিসহ বিভিন্ন ধরনের রেসিং, শুটিং, ড্রাইভিং, কমান্ডো গেমসহ নানা বৈচিত্র্যময় ডিজিটাল গেম উপভোগ করার সুযোগ পাবেন সব বয়সী মানুষ।

মন্তব্যসাতদিনের সেরা