kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

চট্টগ্রাম ওয়াসায় হটলাইন সেবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্রাহকসেবা সম্প্রসারণের লক্ষ্যে হটলাইন সেবা চালু করেছে চট্টগ্রাম ওয়াসা। ০৯৬১২৫০০৮০০ নম্বরের হটলাইন সেবাটি চালুর ফলে গ্রাহকগণ অতি সহজে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য জানতে পারবেন। হটলাইনে ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন এবং পানি প্রাপ্তির হালনাগাদ সময়সূচি সম্পর্কে অবগত থাকতে পারবেন। হটলাইন সেবাটির কারিগরী সহযোগীতায় থাকবে ইঞ্জিনিয়াম কনসালটিং সার্ভিসেস লিমিটেড।

গতকাল বুধবার হটলাইন সেবাটি উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সচিব ড. পীযূষ দত্ত, প্রধান প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজউদেদৗলাহ, সিস্টেম এনালিস্ট শফিকুল বাশার।

 

মন্তব্যসাতদিনের সেরা