kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

সুন্দর সমাজ গঠনে কাজ করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুন্দর সমাজ গঠনে কাজ করার তাগিদ

বিএনসিসি টাইগার্স অব কর্ণফুলী রেজিমেন্টের অনুষ্ঠানে বক্তব্য দেন লে. কর্নেল মো. সফিকুর রহমান। ছবি : কালের কণ্ঠ

বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টে সম্প্রতি নিযুক্ত ক্যাডেটদের সংগঠন ‘টাইগার্স অব কর্ণফুলী রেজিমেন্ট’ এর আয়োজনে ক্যাডেট ফোরাম চট্টগ্রামের সহযোগিতায় ইফতার মাহফিল নগরের রেডিক্স এডুকেশন জোন কোচিংয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ক্যাডেট ফোরাম চট্টগ্রামের প্রেসিডেন্ট মো. নিজাম উদ্দিন শারুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মো. সফিকুর রহমান জি. আর্টিলারি। বিশেষ অতিথি ছিলেন বিটিএফও ক্যাপ্টেন কলিমুল্লাহ, অ্যাডভোকেট কানিজ কাওসার রিমা ও ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুল। কর্ণফুলী রেজিমেন্টের ক্যাডেট অ্যাডজুটেন্ট সিইউও আব্দুল্লাহ আল মামুন এতে স্বাগত বক্তব্য দেন। আরো উপস্থিত ছিলেন ক্যাডেট সাদউল্লাহ, ক্যাডেট মহিউদ্দিন, রুবায়াত ফারজানা ইউসুফ তানিয়া, ফয়সাল, আহসান উল্লাহ ফয়েজুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্যাডেট হাফেজ মাওলানা মো. নুরুল আজিম চৌধুরী।

আলোচকেরা বলেন, রমজান ত্যাগের মাস। সুন্দর সমাজ গঠনে সবাইকে ত্যাগী মনোভাব নিয়ে কাজ করতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা