kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

অধ্যাপক মাসুদের ‘চরিত্র হননের অপচেষ্টা’র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের ‘চরিত্র হননের অপচেষ্টা’র প্রতিবাদ জানিয়েছেন দেশের ৫০৭ জন বিশিষ্টজন। এক বিবৃতিতে তাঁরা বলেন, শ্রেণিকক্ষে অপ্রাসঙ্গিকভাবে যৌনতা বিষয়ক আলোচনার যে অভিযোগ অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে আনা হয়েছে তা আমাদের ক্ষুব্ধ ও বিচলিত করেছে। এই বর্ষীয়ান শিক্ষক চার দশক ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বিবৃতিদাতারা হলেন অধ্যাপক ফখরুল আলম, অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক মইনুল হাসান চৌধুরী, কবি সরকার আমিন, ড. আনোয়ার সাইদ প্রমুখ।

 

মন্তব্য