kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারীর প্রতি সহিংসতা ও বিভিন্ন স্থানে সামপ্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নগর পূজা পরিষদ।

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাতকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যা, সেতু মণ্ডল, মামনি দে, সেলিনা গোমেজের ওপর নারকীয় নির্যাতন এবং আনোয়ারার নিরঞ্জন পণ্ডিতের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালিয়ে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ভিটেবাড়ি দখল এবং সাতকানিয়ার ১৫০ বছরের পুরনো মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

অ্যাডভোকেট চন্দন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বক্তব্য দেন সাধন ধর, অরবিন্দ পাল, লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, সুজিত দাশ, প্রকাশ দাশ অসিত প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা