kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

ক্ষুদ্র নারী উদ্যোক্তা মেলা কাল শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কার্যক্রমে উৎসাহের পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান করতে নগরের হোটেল পেনিনসুলার ডালিয়া হলে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে তিনদিনের ‘ঈদ এক্সট্রাভ্যাগেনজা’। উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. শিরীন আখতার।

এবার দুবাইয়ের ১টি, ঢাকার ৬টিসহ মোট ৪৭টি স্টল থাকবে নারীদের পণ্যসামগ্রী নিয়ে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন

মেক-আপ শেক-আপ’র স্বত্বাধিকারী জুহি চৌধুরী। মেলায় নারী-শিশুদের বর্ণিল পোশাক প্রদর্শনী, লাইফ স্টাইলের ভিন্ন ভিন্ন সব আনন্দ ও সেবামূলক আয়োজন থাকবে। এ ছাড়া থাকবে ফ্যাশন শোর মাধ্যমে ঈদের পোশাক প্রদর্শনী।

মেলায় ফ্রি মেহেদি উৎসব, ফ্রি ফুড ভাউচার, স্টাইলিং, ফটোবুথে ফ্রি ফটোশ্যুট, নারীদের ফিটনেস কনসালটেন্সি, ফিটনেস জিমে ডিসকাউন্ট অফার, র‌্যাফল ড্রসহ নানা আয়োজন থাকবে তিন দিন ধরে। 

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাদ শাহরিয়ার, সাইফ শোয়েব ও রিফাত সুলতানা।

মন্তব্য