শতবর্ষী ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার তিন দিনব্যাপী আসর আজ বুধবার লালদিঘি মাঠে শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাঁদের পণ্যের পসরা নিয়ে হাজির হতে শুরু করেছেন লালদিঘি ময়দান এবং আশেপাশের এলাকায়।
বৃহস্পতিবার জব্বারের বলীখেলার উদ্বোধন করবেন নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আয়োজক কমিটির সভাপতি ও আন্দরকিল্লা ওয়ার্ডের কমিশনার জহরলাল হাজারী কালের কণ্ঠকে বলেন, ‘ঐতিহাসিক বলীখেলার ১১০তম আসর সুন্দরভাবে আয়োজনের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৬০ জনের মতো বলী নিবন্ধন করেছেন। আশা করছি এবার শতাধিক বলী খেলায় অংশ নেবেন।’
মন্তব্য