kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদাগনভূঁঞায় বিদ্যুৎস্পৃষ্টে মো. কামরুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার আলাইয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন দুপুর ১টায় নিজ বসতঘরে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মো. কামরুল ইসলাম ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

ফেনী মডেল থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্যসাতদিনের সেরা